SPADE Electrifies 50 Huts in Puruliya

Print Friendly, PDF & Email

SPADE electrifies 50 Huts in village Burrabazar in Puruliya through National Solar Scheme

এনজিও-র উদ্যোগে রাজ্যের প্রত্যন্ত গ্রামে বসছে সৌরবাতি

নিজস্ব প্রতিবেদন, এবেলা.ইন  | ২৯ জুন, ২০১৮, ১৬:৩৩:০০

পুরুলিয়ার বড়বাজার ব্লকের প্রত্যন্ত গ্রামে প্রায় ৫০টি বাড়িতে সৌরবাতি লাগানো হল সংস্থার তরফে।

সৌরবাতির ব্যবহার নিয়ে এবার গ্রামবাসীদের সাহায্যের জন্য এগিয়ে এলো ‘স্পেড’ নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা। পুরুলিয়ার বড়বাজার ব্লকের প্রত্যন্ত গ্রামে প্রায় ৫০টি বাড়িতে সৌরবাতি লাগানো হল সংস্থার তরফে। কেন্দ্রীয় প্রকল্পের সাহায্যের জন্যই এই কাজ সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে।

সংস্থার কর্ণধার ইন্দ্রজিৎ দত্ত জানান, গ্রামটিতে আগে বিদ্যুতের কোনও সংযোগ ছিল না। তাঁরাই প্রথম গ্রামটিতে বিদ্যুতের সংযোগ স্থাপন করার ব্যাপারে উদ্যোগী হন। তবে শুধু পুরুলিয়ার এই গ্রামটিতে নয়, গোটা রাজ্যে আরও অনেক এলাকায় এই এনজিও একই ভাবে কাজ করে চলেছে।

প্রাথমিক ভাবে গ্রামের ৫০টি বাড়িতে সৌরবাতি লাগানোর কাজ সম্পন্ন হয়েছে। এর পর আরও অনেক বাড়িতে এই কাজ করা হবে বলে জানা গিয়েছে। গ্রামে বিদ্যুতের সংযোগ আসায় স্বাভাবিক ভাবেই খুশির হাওয়া গ্রামবাসীদের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »